Home রাজনীতি অষ্টম দফার অবরোধ চলছে, দূরপাল্লার বাস বন্ধ
নভেম্বর ২৯, ২০২৩

অষ্টম দফার অবরোধ চলছে, দূরপাল্লার বাস বন্ধ

বিএনপি ও সমমনাদের ডাকা অষ্টম দফার অবরোধে রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল। তবে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যাচ্ছে না। বুধবার সকাল থেকেই রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আর অলস সময় পার করছেন বিভিন্ন টার্মিনালের শ্রমিকরা। তারা জানান, অবরোধের কারণে যাত্রী নেই তাই দূরপাল্লার বাস ছাড়া যাচ্ছে না। এছাড়াও মহাসড়কে নিরাপত্তা ঝুঁকিও রয়েছে।

রাজধানী ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই অফিসগামী মানুষের ব্যস্ততা বেড়েছে। বাসের চাপ বাড়ায় ও থেমে থেমে যাত্রী নেয়ায় কিছু কিছু এলাকায় গাড়ির জটলাও তৈরি হয়। যদিও সাধারণ দিনের তুলনায় কিছুটা কম রয়েছে যানবাহন।

এদিকে, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, শ্যামলী ও গাবতলী এলাকায় অবরোধের কিছুটা প্রভাব পড়েছে।

সড়কে যানজট নেই। বেশ কিছু পাবলিক ও ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখা গেছে।

তবে দূরপাল্লার পরিবহন চলছে না। এতে বিপাকে পড়েছেন ঢাকার বাইরের যাত্রীরা।

বিমানবন্দর থেকে নোয়াখালী ও ফেনীমুখী বাস স্টার লাইনের বাড্ডা কাউন্টারের ম্যানেজার জানান, ১ থেকে ২টা বাস ছাড়া হচ্ছে সময়ে সময়ে। যাত্রী তেমন একটা বের হয় না অবরোধে। বাস চালায়ে কী হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *