Home নির্বাচন স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি ফ্রি স্টাইল হবে না : ওবায়দুল কাদের
নভেম্বর ২৮, ২০২৩

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি ফ্রি স্টাইল হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন ফ্রি স্টাইল হবে না, আমরা দেখি কারা কারা চাইছেন। সেটার ওপর আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত আছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী নিয়ে ওবায়দুল কাদের বলেন, এটা ফ্রি স্টাইল হবে না। আমরা দেখছি কারা কারা চাইছে। আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত আছে। কাজেই এর মধ্যে আমরা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-সংশোধন একোমোডেশন সবকিছু করতে পারি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আওয়ামী লীগের নেই। তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। তাদের দলের কেউ কেউ আসতে পারেন। কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৩০ তারেখে সব ঠিক হয়ে যাবে।

বিএনপিকে নির্বাচনে আনা প্রসঙ্গে তিনি বলেন, তারা আসলে আমাদের আপত্তি নেই। তারা এলে স্বাগতম। তাদের দলের কেউ কেউ আসতে পারেন। কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৩০ তারিখে সব ঠিক হয়ে যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *