Home ভাইরাল নিউজ প্রধান বিচারপতির কাছে ‘রাজবন্দিদের স্বজনের’ স্মারকলিপি প্রদানে বাধা
নভেম্বর ২৮, ২০২৩

প্রধান বিচারপতির কাছে ‘রাজবন্দিদের স্বজনের’ স্মারকলিপি প্রদানে বাধা

বিএনপিসহ বিরোধীদলীয় কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতির কাছে ‘রাজবন্দিদের স্বজনদের’ স্মারকলিপি পেশ করতে যাওয়ার সময় পথে আটকে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে স্মারকলিপি পেশ করতে যাত্রা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ নেতাকর্মীরা। এসময় প্রেস ক্লাবের সামনেই তাদের আটকে দেয় পুলিশ।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কারাগারে থাকা বিএনপির জাতীয় ও সিনিয়র নেতাদের স্বজনরা এতে অংশ নেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *