নৌকার বিপক্ষে লড়ার ঘোষণা সাবেক এমপির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সারোয়ার জাহান। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল হক চৌধুরী। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এদিকে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেই আসুক, নৌকার বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান সাংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে রেজাউল হক চৌধুরী বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পাইনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি এই আসনের সাবেক সংসদ সদস্য। দৌলতপুরের অনেক উন্নয়ন আমার সময়ে হয়েছে। দৌলতপুরের মানুষ আমার সঙ্গে আছেন। আমি বিপুল ভোটে এই আসনে এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হব।’
এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বলেন, ‘নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেই আসুক, নৌকার বিজয় নিশ্চিত। গত পাঁচ বছরে আমার নির্বাচনী এলাকায় যা কাজ করেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার মূল্যায়ন দৌলতপুরবাসী করবে। কে ভোটে দাঁড়াল, না দাঁড়াল, তা নিয়ে টেনশন নেই। নৌকার যারা ভোটার, তারা নৌকাতেই ভোট দেবে। সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা, ভোট উৎসবমুখর করা। আমি মনে করি, স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো উচিত। দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। নৌকাকে জিততে যা যা করার আমরা করব।’