Home রাজনীতি কাল অবরোধ, পরশু হরতালের ডাক বিএনপি-জামায়াত ও সমমনাদের
নভেম্বর ২৮, ২০২৩

কাল অবরোধ, পরশু হরতালের ডাক বিএনপি-জামায়াত ও সমমনাদের

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো বিরোধী দল। ৭তম দফার অবরোধ কর্মসূচি আজ মঙ্গলবার ভোর ৬টায় শেষ হয়েছে।

গতকাল সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা করেন।

এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে বলেছেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমনপীড়ন অব্যাহত রেখেছে। অবরোধ ও হরতাল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *