Home রাজনীতি খুলনায় অবরোধ সফলে বিএনপির বিক্ষোভ মিছিল
নভেম্বর ২৬, ২০২৩

খুলনায় অবরোধ সফলে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরাতন জেলা নির্বাচন অফিসের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিএনপির সরকারের পদত্যাগের একদফা দাবি এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি সফল করতে নগরবাসীকে আহ্বান জানান।

মিছিলে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, তৈবুর রহমান, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো. মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, থানার নেতাদের মধ্যে মুর্শিদ কামাল, সাজ্জাদ আহসান পরাগ, মোল্লা সাইফুর রহমান, ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, এনামুল হক, খন্দকার ফারুক হোসেন, ওয়াহিদুজ্জামান রানা, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদ হোসেন, শেখ আলী আক্কাস, ফারুক হোসেন, আব্দুল আজিজ সুমন ও জাবির আলীর নেতৃত্বে যুবদল, শফিকুল ইসলাম শফির নেতৃত্বে শ্রমিক দল, আতাউর রহমান রুনু ও মুনতাসির আল মামুনের নেতৃত্বে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল, শাহনাজ সরোয়ারের নেতৃত্বে খুলনা মহানগর মহিলা দল, মাসুম বিল্লাহ ও তাজিম বিশ্বাসের নেতৃত্বে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতারা অংশগ্রহণ করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *