পাহাড় কাটায় রামগড়ে ২ লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের বাজার চৌধুরী পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মো: নুরুন্নবীর ছেলে মো: হানিফ (২৩), ফেনীরকূল এলাকার মো: ইউছুফ এর ছেলে মো: জামাল উদ্দিন (৩১)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক দুই মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডিতরা অর্থদণ্ডের সমুদয় অর্থ পরিশোধ করায় সতর্ক করে মুক্তি দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয়। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমির উপরিভাগ কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।