Home অপরাধ রাজবাড়ীতে গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
নভেম্বর ২৩, ২০২৩

রাজবাড়ীতে গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর এসপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।

গ্রেপ্তার মো. শামসুর রহমান মফিজ (২৮) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গ্রেপ্তার যুবক সোহেল রানা নামে এক ব্যক্তিকে ফোন করেন। ফোনে তিনি নিজেকে ঢাকার একজন গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দেন।

তখন মফিজ বলেন- আপনার (সোহেল রানা) নামে ঢাকার গুলশান থানায় খুনের মামলা হয়েছে। মামলা থেকে রক্ষা পেতে হলে ২০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে মামলাটি পাংশা থানায় হস্তান্তর করা হবে।

টাকা না পেয়ে মফিজ সেদিনের রাত সাড়ে ৯টার দিকে অন্য একটি মোবাইল নম্বর থেকে সোহেলকে ফোন করে পাংশা থানার কর্মকর্তা পরিচয় দিয়ে আবারও ২০ হাজার টাকা দাবি করেন।

টাকা না দিলে পরের দিন পাংশা থানা পুলিশ বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করে নিয়ে আসবে বলেও হুমকি দেওয়া হয়।

পরে সোহেল রানা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মফিজকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে যুবক প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।

তিনি আরও বলেন, মফিজের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *