Home অপরাধ মাটিরাঙ্গায় ইটভাটায় লাখ টাকা জরিমানা
নভেম্বর ২৩, ২০২৩

মাটিরাঙ্গায় ইটভাটায় লাখ টাকা জরিমানা

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাইন্দং ইউনিয়নের একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। এ সময় কয়লার বদলে ইটভাটায় জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুত করার অপরাধে একটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় পাঁচ হাজার ৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে কিছু ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এতে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *