Home জাতীয় বাংলাদেশে পিটার হাসের তৎপরতায় নাখোশ রাশিয়া
নভেম্বর ২৩, ২০২৩

বাংলাদেশে পিটার হাসের তৎপরতায় নাখোশ রাশিয়া

বাংলাদেশের রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস হস্তক্ষেপ করছেন এমন অভিযোগ করে আসছে কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নানা মহলে আছে আলোচনা-সমালোচনা। এবার আন্তর্জাতিক মহলেও পিটার হাসের ভূমিকা নিয়ে সমালোচনা করা হলো।

বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভাইড ফেসবুক পেইজে বাংলাদেশে তার ভূমিকা নিয়ে সমালোচনা করে একটি পোস্ট করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সম্বলিত পোস্টে বলা হয়, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচনের কথা বলা হলেও আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

ছবির ক্যাপশনে বলা হয়, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের এক সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। পোস্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *