Home বিনোদন নতুন করে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন
নভেম্বর ২৩, ২০২৩

নতুন করে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন

প্রেম, বিয়ে আর বিচ্ছেদের গুঞ্জনের সঙ্গে বসবাস তারকাদের। ব্যতিক্রম নন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিও। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে শোরগোল পড়ে যায় বলিউডে, সেই সময় অভিষেক বচ্চন নিজে টুইট করে গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে আবার শোনা যায় বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন। তখনো খবর সত্যি হয়নি। তবে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে। টাইমস ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে অবলম্বনে জেনে নেওয়া যাক ঘটনার বিস্তারিত।

১ হাজার কোটি টাকার মালিক ঐশ্বরিয়া, কারিনা, দীপিকাদের কী খবর

ঘটনার শুরু
প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ ঐশ্বরিয়া রাই। এবার প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই ফ্যাশন উইকে হাঁটেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নভেলি নন্দা। ঘটনা হলো, একই আয়োজনে একই সঙ্গে উপস্থিত থাকলেও ঐশ্বরিয়া ও নব্যা পরস্পরকে এড়িয়ে চলেন। এরপরই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে অনেকগুলো ভারতীয় গণমাধ্যম।

আরাধ্যর ‘একা’ জন্মদিন ও দেওয়ালি পার্টি
১৭ নভেম্বর ছিল ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যর জন্মদিন। এ বছর বারোতে পা দিল সে। মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ঐশ্বরিয়া ও অভিষেক।

আরাধ্যের সঙ্গে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এএনআই
আরাধ্যের সঙ্গে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এএনআই

বাবার কোলে বসা আরাধ্যর ছবি দিয়ে অভিষেক লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকন্যা। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’ ঐশ্বরিয়া নিজের পোস্টে লিখেছিলেন, ‘আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, সারা জীবন এভাবেই ভালোবেসে যাব প্রিয় আরাধ্য। তুমিই আমার জীবনের সেরা ভালোবাসা। তুমিই আমার বেঁচে থাকার কারণ।’ তবে আরাধ্যকে শুভেচ্ছা জানিয়ে একটি শব্দও খরচ করেননি অমিতাভ। এমনিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অনেক কিছু লিখেছেন। কিন্তু আরাধ্যর জন্মদিনে রহস্যময়ভাবে নীরব ছিলেন তিনি।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এএনআই
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এএনআই

একইভাবে ১ নভেম্বর ৫০-এ পা দিলেন ঐশ্বরিয়া। পুত্রবধূর জন্মদিনে তাঁকে নিয়েও কোনো পোস্ট করেননি অমিতাভ। মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে নিজের ওই বিশেষ দিনটি উদ্‌যাপন করেছিলেন ঐশ্বরিয়া। পাশে অভিষেককেও দেখা যায়নি। কেবল দায়সারাভাবেই শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন অভিষেক।
এখানেই শেষ নয়, চলতি মাসে দেওয়ালি পার্টিতেও একাই হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। তখন তাঁর সঙ্গে অভিষেকের দূরত্বের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

রহস্যময় পোস্ট
দুই দিন আগে ঐশ্বরিয়ার প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিনে বেশ কয়েকটি ছবি দিয়ে পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে আরাধ্যর সঙ্গে দেখা যায় তার প্রয়াত নানাকে। এ ছাড়া আরও কয়েকটি পুরোনো ছবি শেয়ার করেন অভিনেত্রী। এই পোস্টের পরে অনেকে মনে করছেন, শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের কাছে চলে গেছেন ঐশ্বরিয়া। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন পাপারাজ্জি দাবি করেন, কিছুদিন আগেই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে উঠেছেন ঐশ্বরিয়া রাই।

এবার সবাই নীরব
অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন দুজনেই টুইটারে বেশ সক্রিয়। অতীতে নানা সময়ে গুঞ্জন উঠলেই টুইটারে সত্যিটা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। তবে এবার দুজনই নীরব। তিন সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও টুঁ–শব্দটি করেননি তাঁরা। চুপ রয়েছেন ঐশ্বরিয়াও।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এএনআই
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এএনআই

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি সত্যি। তবে কিছুদিন আগে ঐশ্বরিয়ার এক সহকর্মী দাবি করেন, ঐশ্বরিয়া ও অভিষেকর মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু গত তিন সপ্তাহের বিভিন্ন ঘটনা ও ঐশ্বরিয়া, অভিষেকের নীরবতায় অভিনেত্রীর ওই সহকর্মীর কথা বিশ্বাস করার লোক কমই পাওয়া যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *