Home রাজনীতি জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জনের ৭ বছরের কারাদণ্ড
নভেম্বর ২২, ২০২৩

জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জনের ৭ বছরের কারাদণ্ড

১০ বছর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীর ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসআই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৬২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় মোট ৭৩ জন আসামি ছিলেন। অন্যরা খালাস পেয়েছেন বলে জানান আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *