গাজীপুরে দুই আসন থেকে মনোনয়ন জমা দিলেন জাহাঙ্গীর
গাজীপুর-১ ও গাজীপুর-২ দুইটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গত মঙ্গলবার শেষ মুহূর্তে তার পক্ষে দুই আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকালে জাহাঙ্গীর আলম নিজেই এ বিষয়ে জানিয়েছেন।
জানা গেছে, জাহাঙ্গীর ছাড়াও গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম।
এদিকে গাজীপুর-১ (গাজীপুর সদরের বাসন-কোনাবাড়ি-কাশিমপুর ও কালিয়াকৈর) আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।