Home বিনোদন সাফল্যে আপ্লুত ক্যাটরিনা
নভেম্বর ২১, ২০২৩

সাফল্যে আপ্লুত ক্যাটরিনা

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির দাপট এবারও অব্যাহত। দেওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছিল মনীশ শর্মা পরিচালিত ছবি ‘টাইগার থ্রি’। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি বক্স অফিসে দাপট দেখাচ্ছে। সারা ভারতে সিনেমাপ্রেমীরা ছবিটিকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুরাগীদের আবেগ দেখে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ক্যাটরিনা।

রুবিনা নাকি জোয়া, কাকে এগিয়ে রাখলেন ক্যাটরিনা

রুবিনা নাকি জোয়া, কাকে এগিয়ে রাখলেন ক্যাটরিনা

ক্যাটরিনা বলেন, ‘দেশজুড়ে মানুষ “টাইগার থ্রি”কে ঘিরে যে ভালোবাসা প্রকাশ করছেন, তার সাক্ষী হওয়া সত্যিই আনন্দদায়ক। মানুষের এই অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ আর আপ্লুত।

‘টাইগার ৩’ সিনেমায় ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রাম থেকে
‘টাইগার ৩’ সিনেমায় ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রাম থেকে

দেওয়ালিতে এই ভালোবাসা উপরি পাওনা। ছবির এই সাফল্যে আমি সত্যি গর্বিত, এই দেওয়ালি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ দারুণ সফলতা পেয়েছিল। এবারও সেই ধারা অব্যাহত।’

মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাটরিনা ও সালমান। এএফপি
মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাটরিনা ও সালমান।

আমাকে নিয়ে তিনি গর্বিত বলে জানিয়েছেন। এ সবকিছু আমার জন্য খুবই বিশেষ। ভিকিরও (ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল) ছবিটি দারুণ ভালো লেগেছে। সে বলেছে যে জোয়ার চরিত্রটিকে ছবিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।’

এদিকে ‘শ্যাম বাহাদুর’ ছবির ট্রেলার মুক্তির পর দর্শক থেকে সমালোচক ভিকির প্রশংসায় পঞ্চমুখ। ক্যাটরিনাও ভিকির প্রশংসা করে বলেন, ‘সে অত্যন্ত বুদ্ধিমান, বয়সের তুলনায় পরিপক্ব। আমার মনে হয়, এর বড় অংশ তার মা–বাবার শিক্ষার সঙ্গে জড়িয়ে। মা–বাবার কাছ থেকেই সে গভীর মূল্যবোধ শিখেছে।’

একই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘টাইগার থ্রি’র ‘টাইগার’ অর্থাৎ সালমান খানও। তিনিও ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এরপর ফ্রাঞ্চাইজিটির তৃতীয় ছবির সাফল্যে খুশি। ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে এই তিন ছবির সাফল্যকে তিনি ‘হ্যাটট্রিক সাফল্য’ হিসেবে অবিহিত করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *