Home রাজনীতি দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
নভেম্বর ২১, ২০২৩

দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলায় প্রদত্ত ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনঃর্বহালের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত চট্রগ্রাম মহানগরী।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর,থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আজ রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর ব্যস্ততম ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।

কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বিষয়ে আদালতের ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।মিছিলের নেতৃত্বদেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এমদাদুল হক মামুন।

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার বাদ জোহর শহরের ব্যস্ততম খান্দার রোডের খান্দার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি নির্বাচন অফিস অতিক্রম করে শেষ হয়।

পঞ্চগড় জেলা জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে আজ সকালে তেতুলিয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর ও সদর আমীর শফিউল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের বিক্ষোভ

আদালত কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে আজ ২১ নভেম্বর এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন সংক্রান্ত ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে মঙ্গলবার দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলামের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলায়, জেলা কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল কাদের বাবুর নেতৃত্বে পার্বতীপুর উপজেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম ও পার্বতীপুর উপজেলা সেক্রেটারি আবু সায়েম প্রমূখ এবং ঘোড়াঘাট উপজেলা সেক্রেটারি ইমরান হোসেনের নেতৃত্বে ঘোড়াঘাট উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্রগ্রাম উত্তর জেলার বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে আজ ২১ নভেম্বর বাংলাদেশ

জাামায়াতে ইসলামী

চট্রগ্রাম উত্তর জেলার উদ্যোগে জেলা সেক্রেটারি আলাউদ্দিন শিকদার -এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল

সকালে মিছিলে নেতৃত্বদেন জেলা নায়েবে আমীর মাও, মাহবুবুল আলম,জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত থেকে নেতৃত্বদেন মেহেরপুর সদর উপজেলা আমীর মাও,সোহেল রানা,মেহেরপুর পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার,মুজিবনগর উপজেলা আমীর ও গাংনী উপজেলা আমীর উপস্থিত ছিলেন।

কুমিল্লা উত্তর জেলায় জামায়াতের বিক্ষোভ

জামায়াতের বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ ও জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম এর নেতৃত্বে দেবিদ্বার পৌর ও উপজেলা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাপাইনবাবগঞ্জ জেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আদালত কর্তৃক ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা আবুজার গিফারী।উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু বকর,জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, পৌরসভা ও সদর উপজেলা আমির সহ নেতৃবৃন্দ ।

ভোলা জেলায় জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে নিবন্ধন বাতিলের ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে ভোলা সদর রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ভোলা জেলার রাজনৈতিক সেক্রেটারি জেলা কর্ম পরিষদ সদস্য প্রবীন রাজনীতিবিদ অধ্যাপক জিয়াউল মোর্শেদ ,ভোলা পৌরসভার সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমিন, সদর উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার ও ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সেক্রেটারী মোঃ হাসনাইন।

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলার ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল বিশ্ব রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আমীর কবির আহমদ হুমায়ুন, ভারপ্রাপ্ত জেলা আমীর অধ‍্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মির্জা আব্দুল মাজেদ, রাজনৈতিক সেক্রেটারি জেলা কর্মপরিষদ সদস্য রাজনীতিবিদ অধ্যাপক হারুনুর রশিদ, সহকারি সেক্রেটারি অধ‍্যাপক সুলতান মাহমুদ, জামালপুর শহর আমীর এডভোকেট আছিমুল ইসলাম, ছাত্রশিবিরেরর জেলা সভাপতি আহমদ সালমান সহ জামায়াত- শিবিরের অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা আমির মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে শহরের ব্যস্ততম সড়ক রেলগেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এ কে ফজলুল হক রোড দিয়ে মুক্তিযোদ্ধা গলিতে গিয়ে শেষ হয়। নিবন্ধন বাতিলের ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে কেন্দ্রী ঘোষিত এ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, পৌরসভা আমির অধ্যাপক আব্দুল লতিফ, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমির সুলতান হোসেন,পৌরসভা সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর সভাপতি ছাত্রনেতা তরিকুল ইসলাম, জেলা সভাপতি আলহাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ জেলা আমির বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের ন্যায় ভ্রষ্ট রায়ে সিরাজগঞ্জবাসী সংক্ষুব্ধ। সরকার নিবন্ধন বাতিল করে আমাদের রাজনীতিকে বন্ধ করতে চায়। এদেশের জনগণ তা মেনে নিবে না।

মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশ সদর উপজেলার ভারপ্রাপ্ত আমির সুলতান হোসেনসহ ডাক্তার নজরুল ইসলাম ও আব্দুল কাদেরকে গ্রেফতার করে।

নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ

জামায়াতের নিবন্ধন বাতিলের রায় বহাল রাখায় ন্যায় ভ্রষ্ট রায়ের বিরুদ্ধে নরসিংদী শহর ও রায়পুরা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। নরসিংদী শহরের নেতৃত্ব দেন জেলা আমির মাওলানা মোসলে উদ্দিন, শহর আমির আজিজুর রহমান ও সদর আমির মাহফুজ ভূইয়া। রায়পুরা উপজেলা আমির র আদিল আব্দুল্লাহ নেতৃত্বে উপস্থিত ছিলেন সোলায়মান, মুক্তার হোসেন, তারেক আহমেদ ।

বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ

সরকারের আজ্ঞাবহ বিচার বিভাগ কর্তৃক ন্যায় ভ্রষ্ট রায়ের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা বাগেরহাট সদর থানা ভারপ্রাপ্ত আমীর ডা:মাওলানা ফেরদাউস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ

আদালত কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের ন্যায়ভষ্ট রায়ের প্রতিবাদে লালমনিরহাট জেলা সেক্রেটারি এডভোকেট আবু তাহেরের নেতৃত্বে আজ ২১ নভেম্বর সকালে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা দক্ষিণে জামায়াতের বিক্ষোভ

জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলার ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে ঢাকা – নবাবগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর জনাব মোঃ শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এ, বি,এম কামাল হোসাইন, জেলা কর্ম পরিষদ সদস্য জনাব আবদুর রহিম, শিবিরের জেলা সভাপতি মোঃ মাঈনুল ইসলাম সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

অপরদিকে, ঢাকা জেলা দক্ষিণ, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল দোহার – নবাবগঞ্জ রোড প্রদক্ষিণ করে মাঝির কান্দা বাস ষ্টান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা আমীর এডভোকেট ইবরাহীম খলিল। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব মোস্তাওরিদ আহমাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এর নেতৃত্বে সংগঠনের নিবন্ধন বাতিল করা ন্যায়ভ্রষ্ট রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

পঞ্চগড় জেলা জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে আজ সকালে তেতুলিয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর ও সদর আমীর শফিউল আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।

গাজীপুর মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো.খায়রুল হাসানের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে হাজীরপুকুরে গিয়ে নগর সহকারী সেক্রেটারি মো: হোসেন আলীর সঞ্চালনায় নগর সেক্রেটারি মো: খায়রুল হাসানের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: নজরুল ইসলাম, শ্রমিক নেতা মো: মহিউদ্দিন, মো: সালাহউদ্দিন আইয়ুবী, মো: আবু তাকি, মো: আশরাফ আলী কাজল, ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিলের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ দিবসে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে শহরের মনিপুর ঘাট থেকে শুরু হয়ে আলহাজ্ব আব্দুল কুদ্দুছ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহরের সহকারী সেক্রেটারি আবু নসর নয়িমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ,সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম,সদর নায়েবে আমীর মোঃ নুরুদ্দিন, শহর কর্মপরিষদ সদস্য মুস্তাকিম বিল্লাহ, ছাত্র শিবিরের উত্তর জেলা সভাপতি মাহির ফয়সাল,জামায়াত নেতা মাওলানা আবু হানিফ, সোহেল রানা ভূঞা, মাওলানা মোস্তাফিজুর রহমান, শিবিরের জেলা এইচ আর বই সম্পাদক তাসবিহ সদর সভাপতি ফারুক প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *