এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কমেছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগেরবারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, গত শনিবার মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর আজ বিকেল ৪টা পর্যন্ত—এই ৪ দিনে মোট ৩ হাজার ৩৬২টি ফরম বিক্রি হয়েছে।
সে হিসাবে এবার গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন।
নৌকা প্রতীকে প্রার্থী হতে গতবারের চেয়ে এবার আগ্রহী প্রার্থী কম হলেও এই খাতে এবার বেশি টাকা আয় করেছে আওয়ামী লীগ। কারণ, গতবারের চেয়ে এবার ২০ হাজার টাকা বাড়িয়ে মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এবার মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। সে হিসাবে দলটি তখন ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা আয় করেছিল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে আজ ৩৪৩টি ফরম বিক্রি হয়েছে। এর আগে গত শনিবার বিক্রি হয়েছিল ১ হাজার ৭৪টি। রোববার বিক্রি হয় ১ হাজার ২১২টি। আর সোমবার বিক্রি হয়েছিল ৭৩৩টি।
জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।