গভীর রাতে গাজীপুরে জামায়াতের ২ নেতা-কর্মীকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ
গতকাল গভীর রাতে গাজীপুর মহনগরের দুজন নেতা-কর্মীকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। তবে তাদেরকে এখনো কোন থানায় হস্তান্তর করা হয়নি।
সোমবার দিবাগত রাত ১ টায় নগরীর ২৬ নং ওয়ার্ডের বিলাসপুর বাসা থেকে তুলে নিয়ে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর মজলিসে শুরার সদস্য গাজীপুর মেট্রো সাংগঠনিক মধ্য থানা আমীর ও ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলার সাবেক সভাপতি ছাদেকুজ্জামান খানকে এবং রাত ১০ টার দিকে কোনাবাড়ি নিজের ফার্মিসি থেকে মো: বিল্লাল হোসেন নামে এক কর্মীকে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসান। আটকদের এখনো কোনো থানায় হস্তান্তর না করায় তাঁদের পরিবার উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।