Home রাজনীতি যাত্রীশূন্য কাউন্টার, ছাড়েনি দূরপাল্লার বাস
নভেম্বর ১৯, ২০২৩

যাত্রীশূন্য কাউন্টার, ছাড়েনি দূরপাল্লার বাস

সারা দেশে বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি। যাত্রীর অপেক্ষায় টার্মিনালের কাউন্টারগুলো।  দু-একটি বাস দীর্ঘক্ষণ পরে ছাড়ে।

ফাঁকা রয়েছে গাবতলী বাস টার্মিনাল। নেই লোকজনের চলাচল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে। কাউন্টারের দায়িত্বে থাকা এক প্রতিনিধি জানান, হরতালে এলে যেমন যাত্রীর সংখ্যা কমে যায়, তেমনি ঝুঁকি বিবেচনায় মালিকরা গাড়ি ছাড়তে চায় না।

পরিবহন কর্মকর্তারা জানান, সকাল থেকে এখনও দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।

গাবতলী টার্মিনালের সৌদিয়া পরিবহনের প্রতিনিধি খুরশেদ আলম বলেন, দূরপাল্লার বাস ছাড়ছে না গাবতলী টার্মিনাল থেকে। মানব জমিন।

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, যাত্রী শূন্য। সকাল থেকে কিছু বাস ছাড়লেও তাতে যাত্রী নেই। লস দিয়ে হলেও মালিকরা যাত্রীদের বুঝানোর চেষ্টা করছেন বাস চলছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *