Home নির্বাচন নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন এমপি মানু মজুমদার
নভেম্বর ১৯, ২০২৩

নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন এমপি মানু মজুমদার

মাসুম বিল্লাহ

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির দ্বিতীয় দিন  নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর ) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ আসনের বর্তমান এমপি মানু মজুমদার।

রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে জোর আশাবাদী বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার । এলাকার উন্নয়নকে তরান্বিত করতে এবং এর ধারাবাহহিকতা ধরে রাখতে আবারও এবছর আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *