Home সারাদেশ জবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “আপলিফট ইউর ক্যারিয়ার” ৩.০ অনুষ্ঠিত
নভেম্বর ১৯, ২০২৩

জবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “আপলিফট ইউর ক্যারিয়ার” ৩.০ অনুষ্ঠিত

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি:

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আপলিফট ইউর ক্যারিয়ার ৩.০ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷ একুশ শতকের চাকরি মোকাবেলায় কিভাবে নিজেকে প্রস্তুত করবে সে বিষয়ক সিগনেচার ইভেন্টের অংশ হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
শনিবার (১৮ই নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম রুমে ক্যারিয়ার ক্লাবের অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
 সর্বমোট চারটি সেগমেন্টে ৫ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন বিশেষ এই অনুষ্ঠানে। প্রশিক্ষক ও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবদুল কাদের জ্বিলানী (হেড অফ পিপল লার্নিং এন্ড এফেয়ার গ্রামীন ডানোন ফুডস লি), মোহাম্মদ সালাউদ্দিন (ব্রাঞ্চ ম্যানেজার মেটলাইফ বাংলাদেশ),আবির শুভ্র (এডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ), মোহাম্মদ হাফিজুর রহমান (এসিসসেন্ট ম্যানেজার এশিয়ান পেইন্ট লি.), মোহাম্মদ হাফিজুর রহমান (এসিসসেন্ট ম্যানেজার, স্যামসাং ইলেকট্রনিক লি.) এবং রাকিব শাহরিয়ার রিমেন (প্রোডাক্ট এন্ড গ্রোথ ম্যানেজার স্ট্র‍্যাটেজিক, এড হাইভ) ।
অনুষ্ঠানে প্রশিক্ষকরা চাকরি ক্ষেত্রে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।প্রেজেন্টেশন শেষে শিক্ষার্থীদের থেকে পালাক্রমে প্রশ্ন আদায় করে সেগুলোর উত্তর প্রদান করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *