Home সারাদেশ দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নভেম্বর ১৮, ২০২৩

দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে শেখ কামাল স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের  দেবথৈল  মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহন করে সৈয়দ মোড় একাদশ   বনাম ভাই বন্ধু একাদশ । খেলায় নির্ধারিত সময়ে১-১ -গোলে ড্র হয়।এরপর টাইব্রেকারে ৬-৫ গোলে সৈয়দ মোড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভাই বন্ধু একাদশ ।
খেলা শেষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,  উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহীন, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম,  যুবলীগ নেতা, রাজন শেখ
 নূর নবী, মাহাবুব, খেলা পরিচালনা কমিটির সভাপতি মো.উমর ফারুক, সাধারন সম্পাদক শামীম আল মামুন  সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি এলইডি টিভি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *