Home সারাদেশ ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে উপকূলে ৭ জনের মৃত্যু
নভেম্বর ১৮, ২০২৩

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে উপকূলে ৭ জনের মৃত্যু

দেশের উপকূলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তাণ্ডবে ৭ জনের প্রাণহানি ঘটেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল, বরগুনা, বাগেরহাট ও পিরোজপুরসহ দেশের দক্ষিণাঞ্চলে দিনভর বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কের ওপর গাছপালা ভেঙে পড়েছে। কক্সবাজারের টেকনাফে অতিবৃষ্টিতে বাড়ির মাটির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আর ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে সারা দেশে তিনজন মারা গেছেন। এ ছাড়া বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছে ২০ ট্রলারসহ বরগুনার ৩০০ জেলে। গাছ উপড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা।

এদিকে ঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়। নদীপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ হয়ে যায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *