সরকারি কাজে বাধা : বিএনপির ১০ নেতাকর্মীর সাজা
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শ্যামপুর থানার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর দুই বছরের সাজা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহের আদালত এ রায় ঘোষণা করেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামাল হোসেন, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন, সালাউদ্দিন, মোহাম্মদ আকাশ, মো. সুজন, কামরুজ্জামান, কাজল, হাফিজ ও জাকির হোসেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বর রাজধানীর শ্যামপুর থানাধীন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সরকারি কাজে বাধা দেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করে।