ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত -২
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ নভেম্বর )দুপুর দেড়টায় উপজেলার ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে।
নিহতরা হলেন -ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূরাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে মুরাদ মিয়া(৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলী (৬০)।
জানা গেছে, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে দুপুর দেড়টায় ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী মোটরসাইকেলের সাথে তারাকান্দা থেকে ময়মনসিংহগামী সিএনজির মধ্যকার সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ঐ দুইজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান,দূর্ঘটনাটি সংগঠনের পর থানা পুলিশের সহায়তায় লাশগুলোসহ সিএনজি ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দুটি থানা পুলিশের হেফাজতে ছিল।