Home অপরাধ নাশকতা: বরিশাল মহানগর ছাত্রদল সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব
নভেম্বর ১৬, ২০২৩

নাশকতা: বরিশাল মহানগর ছাত্রদল সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নাশকতায় নির্দেশ দেওয়ার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমসহ (রনি) চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে বরিশাল সদরে অভিযান চালিয়ে রেজাউল করিম ও সহযোগী আহাদ হোসেন ওরফে আবিরকে গ্রেপ্তার করা হয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লঞ্চে আগুন দেওয়ার পরিকল্পনা করছিলেন রেজাউল।

র‌্যাব আরও জানায়, গত ২৮ অক্টোবর এবং এর পরে ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতা ঘটানোর অন্যতম নির্দেশদাতা রেজাউল। এসব ঘটনায় জড়িত থাকায় পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও ঈশ্বরদী পৌর শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল কবীরকে ঈশ্বরদী থেকে এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহিংসতা, নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাজধানীতে র‌্যাবের দেড় শতাধিক টহল ও সারা দেশে সাড়ে চার শতাধিক টহল দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। অবরোধে গণপরিবহনের নিরাপত্তায় দূরপাল্লার বাসগুলোকে পাহারা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *