এক হয়েছি সুন্দর গল্প বলার জন্যই : মুশফিক ফারহান
প্রজন্মের বহুমুখী অভিনেতা মুশফিক আর ফারহান। সল্প সময়ে সুনিপুণ অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। হাসি-কান্নার মধ্যে দর্শকদের মাতিয়ে রাখেন ফারহান। যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করাই যেন তার নেশা। এরই ধারাবাহিকতায় এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে দুটি নাটকে জুটি বাঁধলেন এ অভিনেতা। নাটক দুটির শিরোনাম ‘আমার হয়ে থেকো’ ও ‘সুপার ওয়েডিং’, নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।
এ প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘এই প্রথম সাদিয়া আয়মানের সঙ্গে কাজ করলাম। সাদিয়া আয়মানকে সহশিল্পী হিসেবে খুব ভালো লেগেছে। আমরা এক হয়েছি খুব সুন্দর গল্প বলার জন্যই। এই নাটক দুটি দেখে দর্শক আমাদের জুটি ভালোবেসে ফেলবে।’
সাদিয়া আয়মান বলেন, ‘ফারহান ভাইয়ার সঙ্গে আমার এবারই প্রথম কাজ। সহশিল্পী হিসেবে তিনি বেশ ভালো, সাপোর্টিভ। কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে দুজনে আলোচনা করে কাজ করেছি। নাটক দুটির গল্প অনেক সুন্দর। কাজ করতেও বেশ ভালো লেগেছে। আশা করি আমাদের এই জুটির কাজ দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
নির্মাতার ভাষ্য, ‘আমার হয়ে থেকো’ নাটকটি একদমই প্রেমের গল্প। গল্পতে ফারহান-সাদিয়া আয়মানকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হবে এবং তাদের প্রেম বিয়ের পর দিন থেকেই শুরু হবে। সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠার গল্প এটি।