তফসিলকে স্বাগত জানাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির ও সম্পাদক মো. আব্দুন নূর দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতকাল ১৫ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন তফসিলকে স্বাগত জানাচ্ছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
এদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে ‘একতরফা’ উল্লেখ করে এর প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রবি ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।