Home রাজনীতি হরতালের ঘোষণা দিতে পারে বিএনপি
নভেম্বর ১৫, ২০২৩

হরতালের ঘোষণা দিতে পারে বিএনপি

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিএনপির একদফা দাবিতে ডাকা অবরোধ কর্মসূচির বদলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের কর্মসূচি দিতে পারে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দিতে পারেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির অবরোধ কর্মসূচি রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের তপশিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির বদলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল দিতে পারে বিএনপি। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোব ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে অবরোধ অথবা সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি আসতে পারে।

এদিকে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তপশিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *