Home অপরাধ মোহাম্মদপুরে বাসে আগুনে জড়িত ৬ জনকে গ্রেপ্তারের কথা জানাল র‌্যাব
নভেম্বর ১৫, ২০২৩

মোহাম্মদপুরে বাসে আগুনে জড়িত ৬ জনকে গ্রেপ্তারের কথা জানাল র‌্যাব

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারের কথা জানাল র‌্যাব। গতকাল সোমবার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে র‌্যাব-২।

র‌্যাব বলছে, গত ২৯ অক্টোবর বেড়িবাঁধ তিন রাস্তা মোড় অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জখম করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ওই ঘটনায় জড়িত ছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জাবেদ (৩২), মুন্না (২৬), মো. তারেক (২৭), মো. রাব্বি (২৬), ওসমান গনি (১৮) ও মো. হারুন-অর-রশিদ (৪২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল, মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *