Home রাজনীতি নির্বাচন কমিশনের উদ্দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল শুরু
নভেম্বর ১৫, ২০২৩

নির্বাচন কমিশনের উদ্দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল শুরু

আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি আজ বুধবার বেলা সাড়ে তিনটায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করেছে।

এ প্রতিবেদন লেখার সময় বিকেল চারটায় বেইলি রোডের দিকে যায় মিছিলটি। সেখানে মিছিলকারীদের কেউ কেউ পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। তবে দলটির নেতৃস্থানীয় ব্যক্তিরা কর্মীদের বোঝানোর চেষ্টা করছেন।

তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন জানায়, যদি আজ তফসিল ঘোষণা করা হয়, তবে নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণমিছিল করা হবে। আজকের মিছিলের কথা জানায় ইসলামী আন্দোলন। এর আগে বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফাভাবে তফসিল ঘোষণা করা হলে দেশবাসী মানবে না।

একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে উল্লেখ করে সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *