Home বিনোদন পুরস্কার মঞ্চে শিল্পী সমিতির প্রচারে ক্ষুব্ধ জায়েদ খান
নভেম্বর ১৫, ২০২৩

পুরস্কার মঞ্চে শিল্পী সমিতির প্রচারে ক্ষুব্ধ জায়েদ খান

গতকাল (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল তারার মেলা। উদ্দেশ্য ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্রে অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৩ জনের হাতে নিজ হাতে ২০২২ সালের বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রদান শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

সাংস্কৃতিক পরিবেশনার সার্বিক তত্ত্বাবধান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সহযোগিতায় ছিল বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তবে একটি স্থানে এসে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে এই অনুষ্ঠানের উপস্থাপিকা চিত্রনায়িকা পূর্ণিমা ও উপস্থাপক চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে। পূর্ণিমা সরাসরি একটি নাচের আয়োজনকে শিল্পী সমিতির পরিবেশনা বলে উল্লেখ করেছেন। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

খোঁজ নিয়ে জানা গেছে, শিল্পী সমিতির পরিবেশনা বলতে কিছুই ছিল না এবং স্ক্রিপ্টে না থাকলেও ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছেন। এটার ক্রেডিট লাইন, ফেরদৌস প্রথমেই বলেছেন। বিটিভির প্রদান করা স্ক্রিপ্টে কোথাও শিল্পী সমিতির পরিবেশনা- উল্লেখ ছিল না। পরিবেশনায় ছিলেন- দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর।

পরিবেশনার শুরুতে পূর্ণিমা বলেন, এবার মঞ্চে আসছে তারকাবৃন্দ, শিল্পী সমিতির পরিবেশনায়… পূর্ণিমার কথা কেড়ে নিয়ে ফেরদৌস বলেন, ও বুঝতে পেরেছি রিয়াজ ও নিপুণ…

ফেরদৌসকে থামিয়ে আবার পূর্ণিমা বলেন, শিল্পী সমিতির পরিবেশনায়… এবারও ফেরদৌস বলেন, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা আপা…

এবার শিল্পী সমিতির পরিবেশনায় তখন ফেরদৌস কথা বলতে গেলে পূর্ণিমা বলেন, এখানে যেটা লেখা আছে সেটা বলতে দাও প্লিজ। পূর্ণিমা তারপর বলেন, শিল্পী সমিতির পরিবেশনায় মঞ্চে আসছেন সবার প্রিয় দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর- দেখব একটি দারুণ পারফর্ম্যান্স।

এ প্রসঙ্গে জায়েদ খান ক্ষোভ প্রকাশ করে কালবেলাকে বলেন, ‘এমন একটা আয়োজনে এমন মিথ্যাচার আমাকে অবাক করেছে।’

তিনি আরও বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। ওরা এই আয়োজন শিল্পী সমিতিকে ক্রেডিট দিতে চেয়েছে। যেটা মিথ্যাচার। এটা মোটেও শিল্পী সমিতির পরিবেশনা ছিল না। আমি খোঁজ নিয়েছি বিটিভি থেকে দেওয়া স্ক্রিপ্টের কোথাও শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না। ফেরদৌস এখানে শিল্পী সমিতির পরিবেশনা কথাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগিয়েছেন। নিপুণ ও ইলিয়াস কাঞ্চনের প্রচার চালিয়েছেন।’

বিষয়টি নিয়ে চিত্রনায়ক ফেরদৌস কালবেলাকে বলেন, ‘সবাই তো শিল্পী সমিতির শিল্পী। আয়োজন করেছে বিটিভি এবং বিএফডিসি মিলে। আর বিএফডিসিতেই আমাদের শিল্পী সমিতি। তো আমরা আমরাই শিল্পী সমিতির কথা একটু হাইলাইট করলাম।’

স্ক্রিপ্টে শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না বলে জানা গেছে- প্রশ্নের জবাবে এই নায়ক আরও বলেন, ‘মানে কি! সবাই তো শিল্পী সমিতির পরিবেশনায় গেছে। স্ক্রিপ্ট তো বানিয়ে বলা যায় না।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *