Home বিনোদন প্রধানমন্ত্রীর সামনে নাচবো, এটাই পরম পাওয়া: জায়েদ খান
নভেম্বর ১৩, ২০২৩

প্রধানমন্ত্রীর সামনে নাচবো, এটাই পরম পাওয়া: জায়েদ খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে আগেই। এবার পুরস্কার প্রদানের পালা। আগামী ১৪ নভেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান।

ওরা ১১ জন খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু (বীর মুক্তিযোদ্ধা) এবং রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

খসরুর অভিনয় করা কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার বিখ্যাত ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত ’ গান দুটিতে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

রবিবার দুপুরে সমকালকে জায়েদ খান বলেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আর যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচবো, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করার। এই নাচে আমার সঙ্গী হবেন আরেক চিত্রনায়িকা আঁচল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *