Home রাজনীতি ডোনাল্ড লু’র চিঠি নিয়ে জাপা কার্যালয়ে পিটার হাস, শর্তহীন সংলাপের আহ্বান
নভেম্বর ১৩, ২০২৩

ডোনাল্ড লু’র চিঠি নিয়ে জাপা কার্যালয়ে পিটার হাস, শর্তহীন সংলাপের আহ্বান

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সেই চাওয়ার কথা জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান জি এম কা‌দের‌কে এ চি‌ঠি পৌঁছে দেন।

জাপা মহাসচিব জানান, ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএন‌পি‌কেও চি‌ঠি দি‌য়ে‌ছেন।

 

এর আগে আজ বেলা ৩টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যাল‌য়ে যান পিটার হাস। এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি। এ বৈঠকে জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, জাপা মহাসচিব মু‌জিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা উপদেষ্টা মাশরুর মওলা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তবে পিটার হাস গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠকে কী কথা হয়েছে- জানতে চাইলে চুন্নু বলেন, আমরা কী চাই সেটা যুক্তরাষ্ট্রকে বলিনি। যুক্তরাষ্ট্রকে জানিয়েছি, নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের চাওয়ার কথা নির্বাচন কমিশনকে জানাব।

জাপা মহাসচিব বলেন, আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় কমিঠির বৈঠক রয়েছে। পরদিন (বুধবার) প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান দলটির মহাসচিব। তিনি বলেন, আমাদের প্রার্থী ও নির্বাচনী ইশতেহার প্রস্তুত রয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *