Home বিনোদন ভারতে চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’-তে সোহিনী-শুভ
নভেম্বর ১৩, ২০২৩

ভারতে চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’-তে সোহিনী-শুভ

চলতি বছরের অক্টোবর মাসে মহাসমারোহে ভারতে যাত্রা শুরু করে চরকি। এখন আনন্দের সংবাদ হলো সেই ধারাবাহিকতায় ভারতে চরকি তাদের কনটেন্ট নির্মাণ শুরু করছে।
এ মাসের শেষের দিক থেকে শুরু হবে চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’র শুটিং। বর্তমানে ঢাকায় সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং ওপার বাংলার সোহিনী সরকারকে দেখা যাবে এই সিরিজে। পরিচালনা করছেন রাহুল মুখার্জী।
সিরিজ ‘লহু’ নিয়ে বেশ এক্সাইটেড সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন চরিত্র অনুযায়ী। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে। এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সঙ্গে সিরিজটির গল্প ও প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

চলতি বছরটা আরিফিন শুভর বেশ ভালো কাটছে। সিনেমা হল এবং ওটিটিতে সমানভাবে দাপিয়েছেন তিনি। ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে।’

সোহিনী সরকার
সোহিনী সরকার

‘সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আমি সেই সঙ্গে ধন্যবাদ দিতে চাই পরিচালক, প্রযোজক ও প্ল্যাটফর্মকে যাঁরা ভালো ভালো কাজের সুযোগ দিচ্ছেন। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু; তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’ বললেন শুভ।

‘লহু’র জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন, জানতে চাইলে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন, তা বোঝার চেষ্টা করছি। আর শুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।’

আরিফিন শুভ
আরিফিন শুভচরকির সৌজন্যে

এর আগে রাহুল তৈরি করেছেন ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি সিনেমা। এই ওয়েব সিরিজের পটভূমি কেমন, তা জানিয়ে পরিচালক রাহুল মুখার্জী বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এ ছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে, সেটা কয়েক যুগের জন্য খুলে দেওয়া হচ্ছে। দুটি দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলব শিল্প দিয়ে।’ রাহুলের ভাষায়, ‘চরকি একটা ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। সাধারণত ভারতেবর্ষে আমরা যে কাজ করি, চরকি সেসব নিয়ম ভেঙে নতুন কিছু করছে।’

পরিচালনা করছেন রাহুল মুখার্জী
পরিচালনা করছেন রাহুল মুখার্জীচরকির সৌজন্যে

রাহুলের আগের দুটি ছবিতেই চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত। ছবির গান তৈরি করেছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। তারপর থেকেই রাহুল-মধুরা-নীলায়ন একটা টিম হিসেবে কাজ করেন। এই ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করবেন তাঁরা।
চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি বলেন, ‘ আমরা গল্প বলি, গল্প বলতে চাই এবং আমরা গল্প বলব দুই বাংলা মিলে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি যখন ভারতে প্রেস কনফারেন্স করেছিল তখনই ঘোষণা দিয়েছিল যে শিগগিরই সেখানকার স্থানীয় শিল্পী-কলাকুশলী নিয়ে কাজ করবে। সেই ধারাবাহিকতা ও প্রতিশ্রুতি থেকেই আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। তার মধ্যে রাহুল মুখার্জীর লহু খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে যাবে। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো শিল্পী ও ভালো টিম সবকিছুর কম্বিনেশন দিয়ে ভারতে চরকির পদচারণ শুরু হচ্ছে। এ রকম আরও প্রজেক্টের খবর আসতেই থাকবে।’
আরিফিন শুভ আর সোহিনী সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *