দিনাজপুরে ভুট্টাভর্তি ট্রাকে আগুন
দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের সামনে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের সামনের কেবিনটি পুড়ে গেছে।
সোমবার ভোর ৫টায় শহরের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে ভুট্টাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৮৯৯) পার্কিং করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেন।
সোমবার ভোর ৫টায় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। এ সময় ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, ভোরে ভুট্টাবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।