Home রাজনীতি গুলশানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নভেম্বর ১৩, ২০২৩

গুলশানে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি ঘোষিত চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের শেষ দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার সকালে গুলশান এলাকায় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। মিছিলে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদ আলম সরদার, রাফিজুল হাই, রিয়াদ ইকবাল, সাজ্জাদুল হানিফ সাজ্জাদ। যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনুস আলী রাহুল, ফয়সাল আহম্মেদ সোহেল, সুমন, সালেহ্ মো. আদনান, মোস্তাফিজুর রহমান রুবেল, বাবু ভুইয়া, মেহেদী হাসান। সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, মীর ইমরান হোসেন মিথুন, আরিবা নিশীথ, সহ-সাংগঠনিক সম্পাদক ওলি উদ্দিন, আবুল হোসেন হাওলাদার আশিক, প্রচার সম্পাদক সানি, মানবাধিকার সম্পাদক নাকিব চৌধুরী।

আন্তর্জাতিক সম্পাদক রিয়াজ আনোয়ার, সহ-সম্পাদক সজিব, শামীম আকন, সদস্য মাকসুদা মনি, শারমিন সুলতানা রুমা। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমা, মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বাবু, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আবিদ, মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম তপু, সদস্য সহিদুল ইসলাম রাজু প্রমুখ।

এ সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর বাবু ও হাসান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *