Home রাজনীতি কোরআনের শিক্ষা সর্বস্তরে চালু হলে রাষ্ট্রে কোনো অপরাধ থাকবে না : মাওলানা মুজিবুর রহমান হামিদী
নভেম্বর ১৩, ২০২৩

কোরআনের শিক্ষা সর্বস্তরে চালু হলে রাষ্ট্রে কোনো অপরাধ থাকবে না : মাওলানা মুজিবুর রহমান হামিদী

বাংলাদেশ খেলাফত আন্দোলনে কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী কুরআন শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, কুরআন-হাদীস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের কুরআন, ইসলাম ও নীতি-নৈতিকতার শিক্ষা দিলে সর্বস্তরের জনগণের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। তখন সমাজ ও রাষ্ট্র থেকে চুরি- ডাকাতি, ঘুষ-দুর্নীতি, গুম-খুন, জুলুম-অত্যাচার, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ সকল অনৈতিক কার্যকলাপ দূর হবে।

গতকাল নবীনগর উপজেলার বড়াইলে রিয়াজুল জান্নাহ ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের হেফজ সবক শেষ উপলক্ষ্যে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী এসব কথা বলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *