Home খেলা ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা
নভেম্বর ১৩, ২০২৩

ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা

বিশ্বকাপ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপ শেষেই দেশে ফিরে গিয়েছেন তিনি। তার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাটি প্রকাশ করেন রিয়াদ।

সেখানে তিনি লিখেছেন, ‘একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সাথে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।’

বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে নিজস্ব মন্তব্য প্রকাশের পরই ডোনাল্ডকে নোটিশ দেয় বিসিবি। এরপর ডোনাল্ড নিজেই আর মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়ের শেষ ম্যাচ।

২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি। ওটিস গিবসনের জায়গায় তাকে যুক্ত করে টিম ম্যানেজমেন্ট। শুরুতে তাকে টি২০ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছিল বিসিবি। এরপর এক বছর তার চুক্তি বাড়ানো হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *