তারাকান্দায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শশুর গেপ্তার
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে পুলিশ শশুর হাবিব বিশ্বাস (৪৫)কে গ্রেপ্তার করে গতকাল শনিবার বিজ্ঞ আদালতেরপ্রেরণ করেছে।
ঘটনাটি ঘটে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা হাড়িভাংগা প্রজাবতখিলা গ্রামে গত ২৫ অক্টোবর রাতে।
এ বিষয়ে ভিকটিম (১৯) বাদী হয়ে ধর্ষণের অভিযোগে শশুর হাবিব বিশ্বাসের নামে তারাকান্দা থানা গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) মামলা দায়ের করেছে।
জানা যায়, ভিকটিমের স্বামী ঢাকা শহরে পাইলিংয়ের কাজ করে। ঘটনার রাতে একই ঘরের আলাদা কক্ষে ওই গৃহবধু ঘুমিয়ে যায়া তখন তার শশুর হাবিব বিশ্বাস ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোবপৃর্বক পুত্রবধুকে ধর্ষণ করে। ধর্ষক হাবিব বিশ্বাস মৃত আছির উদ্দিন বিশ্বাসের পুত্র।