কেরানীগঞ্জে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল, আটক ২
অবরোধের সমর্থনে হঠাৎ ঝটিকা মিছিল বের করে বাংলাদেশ জামায়েত ইসলামী কেরানীগঞ্জ উপজেলা শাখা। রবিবার (১২ নভেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-বান্দুরা মহাসড়কের কেরানীগঞ্জ মডেল থানার নেকরোজবাগ কবরস্থানের সামনে এই মিছিল বের করা হয়।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক জামায়াত কর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধের চেষ্টা করে। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শাক্তা ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শহীদ হোসেন (৫৩) ও কালিন্দী ইউনিয়ন জামায়েত ইসলামী সদস্য শামসুদ্দীন (৫২) -কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
এছাড়া দুপুর আড়াইটার কেরানীগঞ্জ মডেল থানার হাজী দিদার রোডে জিনজিরা ইউনিয়ন তাঁতি দল ও সন্ধ্যা ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, ‘সকালে জামাত ইসলামের মিছিল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া বিকেলে ও সন্ধ্যায় বিএনপির অঙ্গ সংগঠনের মিছিল থেকে কোন নাশকতার তথ্য পাওয়া যায়নি। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।’