Home অপরাধ নাটোরে জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে আহত
নভেম্বর ১১, ২০২৩

নাটোরে জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পিটিয়ে আহত

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আব্দুর রাজ্জাককে মাইক্রোবাসে তুলে নিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টায় জুমার নামাজের পর উপজেলার কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রাজ্জাক করচমারিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখ বাধা ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যান তারা। এসময় পথচারীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুনেছি তিনি (জামায়াত নেতা) আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটল তা সঠিক বলছে পারছি না। বিষয়টির ব্যাপারে খোঁজখবর সেওয়া হচ্ছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *