রাজশাহীতে শিবির-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজশাহী নগরীর তালাইমারীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে নর্দার্ন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। পরে তারা তালাইমারী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসে। এ সময় শিবির কর্মীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।