রাজধানীর একটি বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি বাসা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সরদার গলির ১০/৩ নম্বর ভবনের ৫ম তলা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আব্দুল খালেকের পরিচিত এনামুল হক জানান, তিনি অবিবাহিত ছিলেন। ওই পঞ্চম তলার একটি রুমে একা থাকতেন। তিনি একটি পরিবহনের সঙ্গে সম্পৃক্তের পাশাপাশি পরিবহন ইউনিয়নের সদস্য ছিলেন।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত মরদেহ পড়ে আছে। মৃত ব্যক্তির শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিনদিন আগে তাকে হত্যা করে পেছনের দরজা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
তিনি জানান, খালেকের বাড়ি নাটোরে। ময়নাতদন্তের জন্য আব্দুল খালেকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।