রামগড়ে বিজিবির অভিযানে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবির রামগড় জোন।
আজ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসভার আনন্দপাড়া হতে এসব ফেন্সিডিল জব্দ করে রামগড় বিওপির সদস্যরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত রামগড় বিওপি হতে ৯৫০ মিঃ পশ্চিমে আনন্দপাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ফেন্সিডিল থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভূক্তপূর্বক পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়স সদরে জমা করা হয়েছে।