মাটিরাঙ্গায় ৬০ ভারতীয় ফোনসহ গ্রেফতার ৩
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি ভারতীয় অ্যান্ড্রয়েড ফোন জব্দ করেছে পুলিশ। এসময় তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার শান্তি কাউন্টারের সামনে থেকে এসব ফোন উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম সাম্বল (সন্ধিপাড়া) এলাকার বাসিন্দা কবির আহাম্মদের ছেলে আব্দুর রহিম (৩২), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণ শান্তিপুর এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে ইমাম হোসেন (২৭) ও বেলাল হোসেন (২৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ভিভো, রেডমি, অপ্পো ও রিয়েলমিসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি ভারতীয় ফোন জব্দ করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জব্দ এসব ফোনের মূল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা।
শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, যেকোনো মূল্যে চোরাকারবারিদের লাগাম টেনে ধরা হবে।