Home বিনোদন তৈরি প্রভাস, কবে আসবে সালারের টিজার?
নভেম্বর ৭, ২০২৩

তৈরি প্রভাস, কবে আসবে সালারের টিজার?

চলতি বছর বড়দিনের ছুটিতে সবচেয়ে বড় সিনেম্যাটিক সংঘর্ষের অপেক্ষায় ভারত। একই দিনে মুক্তি পাচ্ছে ভারতের সবচেয়ে প্রতীক্ষিত দুই চলচ্চিত্র ‘সালার’ ও ‘ডানকি’। প্রভাস ও ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের ‘সালার’ লড়বে শাহরুখ-হিরানি জুটির ‘ডানকি’র সঙ্গে। ইতোমধ্যে ডানকির টিজার প্রকাশ হয়েছে।

তবে সালারের টিজার এখনো আসেনি প্রকাশ্যে। তবে প্রভাস ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টিজারের জন্য। অবশেষে প্রভাস ভক্তদের জন্য বেশ বড় সুংসবাদই এলো। জানা যাচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে সালারের প্রথম টিজার।
সূত্র অনুসারে, নির্মাতারা সিনেমাটির টিজার প্রকাশের অংশ হিসাবে একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরিকল্পনা করছেন। ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির তিন সপ্তাহ আগে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

শাহরুখ-হিরানি জুটির প্রথম চলচ্চিত্র ‘ডানকি’ বড়দিনে মুক্তির জন্য ধার্য করা হয়েছে আগেই। প্রথমবারের মতো দীপাবলিতে শাহরুখ খান নিজের জায়গা ছেড়ে দিয়েছে বন্ধু সালমান খানকে।

এ বছর দীপাবলিতে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার ৩’। তাই ডানকির জন্য বড়দিনের স্লট বেছে নিয়েছেন শাহরুখ। যদিও প্রভাসের ‘সালার’ সেপ্টেম্বরেই মুক্তির জন্য প্রস্তুত ছিল তবে কারিগরী ত্রুটির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়েছেন নির্মাতারা। এছাড়াও সিনেমাটির দর্শক চাহিদা পূরণ করতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য নতুন করে সম্পাদনা করেছেন পরিচালক। 

1
বক্স অফিসে মুখোমুখি প্রভাস-শাহরুখ

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীন এর আগে এক সূত্র জানিয়েছে, প্রশান্ত নীল ‘সালার’-এর কিছু অংশ পুনঃশুট করতে যাচ্ছেন, যার মধ্যে রয়েছে চলচ্চিত্রের ক্লাইমেক্সের দৃশ্য।

সবচেয়ে বড় সিনেম্যাটিক অভিজ্ঞতার জন্য শেষ দৃশ্যটিকে আরো ভালো করাই তার উদ্দেশ্য। প্রশান্ত নীল তার আগের কাজকে ছাড়িয়ে যেতে চান। 

তাই সেপ্টেম্বরের মুক্তি পিছিয়ে সালারের বাকী কাজ সম্পন্ন করছেন নির্মাতারা। ডিসেম্বরে বড়দিনের ছুটিতেই মুক্তি দিতে চান সালার। আর সেখানেই সংঘর্ষ বাঁধছে শাহরুখ খানের সঙ্গে। যদিও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে সালারের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিজের সিনেমার মুক্তি পিছিয়েছে শাহরুখ। তবে শাহরুখ-হিরানি এই গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই মুক্তি পাবে ডানকি।

প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’-এ অভিনয় করছেন প্রভাস, পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান। দুই কিস্তিতে নির্মাণ হতে যাচ্ছে সিনেমাটি। গুঞ্জন অনুসারে, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে ‘সালার’-এর, যা ভক্তদের মাঝে তুমুল কৌতূহল তৈরি করেছে। আপাতত সবার দৃষ্টি টিজারের দিকেই। দুর্দান্ত হাইপ তোলা সিনেমাটির টিজার মুক্তির অপেক্ষায় সিনেপ্রেমীরা।

সূত্র : পিঙ্কভিলা

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *