Home সারাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।
আসাদুজ্জামান, ডিআইইউ প্রতিনিধিঃ
মক ট্রায়ায়ে এন আই এ্যাক্ট( Negotiable Instruments Act) এর ধারা ১৩৮ অনুসারে চেক ডিজ অনার এর একটি মক মামলা শুনানি করেন মামলাকারীর পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের মুট কোর্ট রুমে আইন বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান।
মক ট্রায়ালে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৯ তম ব্যাচের শিক্ষার্থীরা, তাদের নেতৃত্ব দেয় এনায়েত হোসেন ও মিতু। অন্যদিকে আসামি পক্ষে একই ব্যাচের মোঃ সৌরভ মিয়া ও নাঈম ইসলাম এর নেতৃত্বে শুনানি করেন।
উল্লেখ্য, চেক হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য দলিল যার ব্যবহার আমাদের প্রাত্যহিক জীবনে সচরাচর করে থাকি। আপনি যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদত্ত ব্যক্তিগত বা ব্যবসায়িক চেক নির্দিষ্ট তারিখে কিংবা চেকের মেয়াদকালের মধ্যে ব্যাংকে উপস্থাপন করতে গেলে ব্যাংক Insufficient Fund অর্থাৎ অপর্যাপ্ত তহবিল কিংবা সিগন্যাচার মিসিং ইত্যাদি মন্তব্যে আপনার চেকটি ফেরত দেন তথা ডিজঅনার করেন, তখন চেক ডিজ অমার মামলা দায়ের করা হয়।
মামলার কারণ উদ্ভব হওয়ার এক মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। যদি চেক ডিজঅনার মামলা দায়েরে তামাদি হয়ে যায় কিংবা চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তবে এন আই এ্যাক্টের ১৩৮ ধারায় না করে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় আদালতে মামলা দায়ের করা যায়।
অনুষ্ঠান উপভোগ করেন বিশ্ববিদ্যলয়ের আইন বিভগের শিক্ষক-শিক্ষার্থীরা।