Home অপরাধ রাজশাহীতে বসতবাড়িতে অস্ত্র মজুদ রাখায় যুবক গ্রেপ্তার
নভেম্বর ৬, ২০২৩

রাজশাহীতে বসতবাড়িতে অস্ত্র মজুদ রাখায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে নিজের বসতবাড়িতে অভিনব কায়দায় দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখায় নাহিন সুলতান সুপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে র‍্যাব-৫ রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৫ নভেম্বর) রাতে নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিন সুলতান সুপ্ত নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার সালাহ উদ্দিনের ছেলে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার নাহিন সুলতান সুপ্তের বাড়ি ঘেরাও করলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আসামি নাহিনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপরজন কৌশলে দৌড়ে রাতের আঁধারে পালিয়ে যায়।

এ সময় গ্রেপ্তার নাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানায়, তার বসতবাড়িতে অস্ত্র ও বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র আছে। পরবর্তীতে র‌্যাবের দল ওই বসতবাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, গুলি, চাইনিজ কুড়াল ও ধারালো বড় ছুরি উদ্ধার করে।

এ ঘটনায় নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *