Home রাজনীতি অবরোধ চলাকালে আলুটিলায় ট্রাকে আগুন
নভেম্বর ৬, ২০২৩

অবরোধ চলাকালে আলুটিলায় ট্রাকে আগুন

তাজু কান্তি দে,খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
বিএনপি ডাকা ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে খাগড়াছড়িতে জনজীবন ছিলো স্বাভাবিক। রবিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে ঘটনা স্থল থেকে কাউকে আটক করা যায়নি। অপরদিকে, সকালে পানছড়ি উপজেলা সড়কে সিঙ্গিনালা এলাকায় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবি রাস্তায় টহল দিচ্ছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, অবরোধ হলেও স্বাভাবিক নিয়মেই সব স্বচল রয়েছে। কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *