Home সারাদেশ রামগড় কমপাড়া মোড়ে মাইন্দ্রা – প্রাইভেট নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ’ আহত ১
নভেম্বর ৬, ২০২৩

রামগড় কমপাড়া মোড়ে মাইন্দ্রা – প্রাইভেট নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ’ আহত ১

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে মাইন্দ্রা -নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে মোহাম্মদ হৃদয় (২০) নামে একজন  আহত হয় ” আহত ব‍্যাক্তি খাগড়াছড়ি জেলার মহালছড়ি এলাকার আব্দুল আউয়াল এর ছেলে। ৬ নভেম্বর দুপুর ১.৪০ টার সময় রামগড় সার্কেল অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে মুখোমুখি সংঘর্ষের পর মাইন্দ্রা চট্র মেট্রো ১১-৯০-৫৫ গাড়ির ড্রাইবার পালিয়ে যায় ” আর আহত ব‍্যাক্তিকে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য  রামগড় উপজেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে  বর্তমানে মাইন্দ্রা ও প্রাইভেট নোয়া গাড়ি  থানা পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেওয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *